বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে জাজাকাল্লাহ খাইরান অর্থ কি, জাজাকাল্লাহ খাইরান কখন বলতে হয়, জাযাকাল্লাহ খাইরান এর উত্তরে কি বলতে হয় ইত্যাদি।
Table of Contents
Toggleজাজাকাল্লাহ খাইরান অর্থ কি
جَزَاكَ اللَّهُ خَيْرًا
উচ্চারণ: জাযাকাল্লাহু খাইরান।
অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
জাজাকাল্লাহ খাইরান কখন বলতে হয়
যখন কেউ কোন উপকার করে বা অনুগ্রহ করে তখন তাকে প্রশংসাস্বরূপ জাজাকাল্লাহু খাইরান বলতে হয়। উসামা বিন যায়েদ (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে, (جَزَاكَ اللَّهُ خَيْرًا) “জাযাকাল্লাহু খাইরান” অর্থাৎ “আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক” তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল।
হাদিসের মান: সহিহ হাদিস
জামে আত তিরমিজি: ২০৩৫
ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি তোমাদের প্রতি উত্তম আচরণ করবে তোমরা তার প্রতিদান দাও। যদি তাকে দেয়ার মতো কিছু না পাও তবে তার জন্য দু’আ করতে থাক। যতক্ষণ না বুঝতে পারো তোমরা তার প্রতিদান দিয়েছো।
হাদিসের মান: সহিহ হাদিস
সুনানে আবু দাউদ: ৫১০৯
সতর্কতা
অনেকেই শুধু (جَزَاكَ اللَّهُ) “জাযাকাল্লাহ” অর্থাৎ “আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক” বলে থাকেন। এমনটা বলা ঠিক নয়। কারন হাদিসে (جَزَاكَ اللَّهُ خَيْرًا) “জাযাকাল্লাহু খাইরান” অর্থাৎ “আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক” বলার কথা এসেছে।
জাযাকাল্লাহ খাইরান এর উত্তরে কি বলতে হয়
ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ
উচ্চারণ: ওয়া আনতুম ফা-জাযাকুমুল্লাহু খাইরান।
অর্থ: তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।
ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ
উচ্চারণ: ফা-জাযাকুমুল্লাহু খাইরান।
অর্থ: তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।
একবার উসাইদ বিন হুযাইর রাযি. কোন এক প্রেক্ষিতে শুকরিয়া স্বরূপ রাসূল সাঃ কে বললেন, “জাযাকাল্লাহু খাইরান” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ (ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ) “ওয়া আনতুম ফা-জাযাকুমুল্লাহু খাইরান” অর্থাৎ “তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক”।
সহীহ ইবনে হিব্বান ৬২৩১।
অন্য বর্ণনায় আছে, রাসুল সাঃ বললেন, (ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ) “ফা-জাযাকুমুল্লাহু খাইরান” অর্থাৎ “তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক”।
হাকেম হা/৬৯৭৪; ইবনে হিববান হা/৭২৭৯।
শাইখ আলবানী আল সহীহার ৩০৯৬ নং হাদিসে একে সহীহ বলেছেন।
ওমর রাঃ বলেন, তোমরা যদি জানতে, তোমাদের ভাইদের জন্যে তোমাদের বলা কথা ‘জাযাকাল্লাহু খাইরান’ এর মধ্যে কী কল্যাণ নিহিত রয়েছে, তাহলে তোমরা একে অন্যের সাথে প্রতিযোগী হয়ে বেশি বেশি ‘জাযাকাল্লাহু খাইরান’ বলতে।
মুসান্নাফ ইবনে আবী শাইবাহ ৫/৩২২।